Technology

2 years ago

Xiaomi: ফোল্ড ফোন লঞ্চ করতে চলেছে শাওমি

foldable phon by Xiaomi
foldable phon by Xiaomi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার বাজারে ফোল্ড ফোন লঞ্চ করতে চলেছে শাওমি। এর আগে সামসাং,অপ্পো, মটোরোলার মতো একাধিক সংস্থা ফোল্ড ফোন লঞ্চ করলেও এবার সেই তালিকায় যুক্ত হল শাওমি। ফোল্ড ফোনের দুনিয়ায় ঝড় তুলতে খুব শীঘ্রই ওয়ানপ্লাসও বাজারে আনতে চলেছে প্রথম ফোল্ড ফোন। এই তালিকা থেকে পিছিয়ে নেই টেকনো মোবাইল। 

বর্তমানে বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে। আর বাজারে সেই সব ফোনের দাম অনেকটাই বেশি। ফোল্ডেবল স্মার্টফোনগুলি প্রিমিয়াম ফোন হিসেবেই পরিচিত। 

২০২২ সালে লঞ্চ হয় শাওমি মিক্স ফোল্ড ২। এই ফোনে ব্যবহার করা হয়েছিল লেইকা ব্র্যান্ডেড ক্যামেরা। ওআইএস-যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর ছিল ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

এবার শাওমি আনতে চলেছে আপডেটেড মডেল মিক্স ফোল্ড ৩। পুজোর আগেই শাওমির এই ব্র্যান্ড নিউ ফোনটি বাজারে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ফোনটিতে ব্যবহার করা হতে পারে পেরিস্কোপ ক্যামেরা। এছাড়াও থাকবে ১৬জিবি LPDDR5x ব়্যাম ও ৫১২ জিবি স্টোরেজ । তবে, ফোনটির কত দাম হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি সংস্থার তরফে।  

You might also like!