Technology

1 year ago

12GB RAM সহ এসে গেছে Vivo S17t, জেনে নিন দাম

Vivo S17t
Vivo S17t

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন কোম্পানি Vivo তার নতুন সিরিজ Vivo S17 Series নিয়ে হাজির হয়েছে। এই সিরিজের এর আওতায় Vivo S17, Vivo S17t এবং Vivo S17 Pro লঞ্চ করেছে। সিরিজে 6.78 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।চলুন আসুন দেখে নেওয়া যাক ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে... 

Vivo S17t  এর দাম

কোম্পানি চীনের বাজারে Vivo S17t ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

12GB RAM + 512GB স্টোরেজ সহ এই ফোনের দাম 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 34,000 টাকা রাখা হয়েছে।

ফোনটি ব্ল্যাক, মাউন্টেন সী গ্রীন (ব্লু) এবং সী অফ ফ্লাওয়ার্স (পিঙ্ক) কালারে সেল করা হবে।

Vivo S17t এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo S17t ফোনটিতে 1.5কে রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনে Dimensity 8050 চিপসেট যোগ করা হয়েছে। পারফরমেন্সের দিক থেকে ফোনটি যথেষ্ট শক্তিশালী।

স্টোরেজ: ফোনটিতে 12GB LPDDR4x RAM এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ব্যাটারি: এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600 এমএএইচ ব্যাটারি রয়েছে।

ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের উভয় ক্যামেরা সেটআপ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

অন্যান্য: ফোনটিতে ডুয়েল সিম 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

ওএস: Vivo S17t ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

You might also like!