দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন ব্যবহারকারীদের সিংহভাগই এখন UPI পেমেন্টের দিকে ঝুঁকেছেন। কারণ, নগদ টাকা সঙ্গে রাখার ঝামেলা যেমন নেই তেমনই পাশাপাশি রয়েছে ক্যাশব্যাক বা রিওয়ার্ডস। বর্তমানে একাধিক UPI অ্য়াপ থাকলেও সবথেকে বেশি ব্যবহৃত অ্য়াপগুলি হল ফোনপে, জি-পে এবং অ্য়ামাজন পে। কিন্তু আপনি কি জানেন এই অ্য়াপগুলি দিয়ে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব?
পে-টিএম, গুগল পে, অ্য়ামাজন পে এবং ফোন পে, এই চারটি অ্য়াপের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ১ লাখ টাকা ট্রানজাকশন করতে পারবেন। তবে এর সঙ্গে একাধিক নিয়ম মেনে চলতে হয়। যেমন গুগল পে-তে একদিনে সর্বোচ্চ ১০ টি ট্রানজাকশনের মাধ্যমে ওই টাকা পাঠানো যাবে। অন্যদিকে অ্য়ামাজন পে-র ক্ষেত্রে নতুন ব্যবহারকারীরা প্রথম ঘণ্টায় মাত্র ৫০০০ টাকা UPI এর মাধ্যমে পাঠাতে পারবেন। তারপর থেকে প্রতিদিন ১ লাখ টাকা করে পাঠানো সম্ভব হবে।
ফোনপের ক্ষেত্রেও প্রতিদিন সর্বোচ্চ ১ লাখ টাকা করে ট্রানজাকশন করতে পারবেন। তবে দৈনিক ১০টি লেনদেনের মাধ্যমে ওই টাকা পাঠানো যাবে।