Technology

1 year ago

শুরু হল Noise Luna Ring এর সেল, জেনে নিন ফিচার এবং সেল ডিটেইলস

Noise Luna Ring
Noise Luna Ring

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টওয়াচ ছেড়ে বাজারে বর্তমানে স্মার্ট রিং নিয়ে আসছে কোম্পানিগুলি। ফলে মানুষের মধ্যেও স্মার্ট রিংয়ের ক্রেজ বাড়ছে। একটি স্মার্টওয়াচ যে সব কাজ করতে পারে, তার থেকে কয়েকগুণ বেশি কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে স্মার্ট রিং-এ। নয়েজ (Noise) কয়েক মাস আগে লুনা রিং (Luna Ring) চালু করেছে। আর এতদিন মানুষ এই রিংটি কেনার অপেক্ষায় ছিল। এবার এটির প্রি-বুকিং শুরু হল। আপনি এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই Noise Luna Ring-এর দাম কত, আর এতে কী কী ফিচার রয়েছে।

Luna Ring এর দাম এবং সেল

ভারতে Luna Ring এর দাম রাখা হয়েছে 14,999 টাকা।

যে ইউজাররা আগে এটি প্রিবুক করেছিলেন তাঁরা gonoise.com থেকে এখন এটি কিনতে পারবেন।

এই স্মার্ট রিং সাতটি আলাদা আলাদা মাপে সেল করা হচ্ছে।

ইউজাররা এই রিং রোজ গোল্ড, সানলাইট গোল্ড, স্টার ডাস্ট সিলভার, মিডনাইট ব্ল্যাক এবং লুনার ব্ল্যাক কালারে কিনতে পারবেন।

নয়েস লুনা রিঙের জন্য কোম্পানি 2,000 টাকার প্রায়োরিটি পাসও সেল করছে। ইউজাররা এই পাস কিনলে আজ এর সুবিধা উপভোগ করতে পারবেন।

এই পাসের সঙ্গে 3,000 টাকার ছাড় এবং তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া যাবে।

এর সঙ্গে 2,000 টাকার ফ্রি লিকুইড এবং ফিজিক্যাল ড্যামেজও কভার কপাওয়া যাবে।

এছাড়া ব্যাঙ্ক অফার, বাছাই করা প্রিমিয়াম ব্র্যান্ড থেকে বিশেষ অফার এবং নয়েস i1 স্মার্ট গ্লাসে 2,000 টাকার ছাড়ও দেওয়া হচ্ছে।

Luna Ring এর স্পেসিফিকেশন

Luna Smart Ring 3টি প্রধান বিষয়ের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এর মধ্যে স্লিপ, রেডিনেস এবং অ্যাক্টিভিটি রয়েছে।

আপনার ঘুমের ধরন বুঝতে সাহায্য করার জন্য স্লিপ স্কোর স্লিপ ট্র্যাক করে।

রেডিনেস স্কোর শরীরের বিশেষ সংকেতগুলি বিবেচনা করে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করে।

অ্যাক্টিভিটি স্কোর 3 axis মোশন সেন্সরের মাধ্যমে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করে।

স্মার্ট রিংয়ের তাপমাত্রা সেন্সর প্রতি 5 মিনিট অন্তর একবার করে ডায়েট, ব্যায়াম, শারীরিক অবস্থা এবং হরমোন দ্বারা প্রভাবিত শরীরের তাপমাত্রা পরীক্ষা করে।

অ্যাক্টিভিটি স্কোর পাওয়ার জন্য এটি ক্রমাগত হার্ট রেট এবং SpO2 ট্র্যাক করে।

শুধু তাই নয় Luna Ring অটোমেটিক ফার্মওয়্যার আপডেট সাপোর্ট করে। যেটি iOS 14/Android 6 এর উপরে OS এ চালানো যাবে।

এতে ব্লুটুথ লো-এনার্জি (BLE 5) টেকনোলজি দেওয়া হয়েছে।

এটি 50 মিটার বা 164 ফুট পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট।

এছাড়া এটি একবার 60 মিনিট চার্জ করলে 7 দিন পর্যন্ত ব্যাকআপ দেয়।

You might also like!