দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ M-সিরিজের অধীনে Samsung Galaxy M34 5G বাজারে আনতে চলেছে। স্মার্টফোনটি ভারতে আগামী ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তার আগে এটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। যেখান থেকে হ্যান্ডসেটটির প্রসেসর, র্যামের পরিমাণ এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। 7 জুলাই নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M34 5G মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চ ডেটের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশন গুলিও জানানো হয়েছে।
Samsung Galaxy M34 5G ফোনের দাম
এই ফোনের দাম 20,000 টাকার মধ্যেই হবে। এই আন্দাজ একদমই ঠিক কারণ, Samsung Galaxy M33 5G ফোনটি 18,999 টাকায় দেশে লঞ্চ করেছিল। এই দামে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেত। এখন এই ফোনটি 16,999 টাকায় কেনা যায়।
Samsung Galaxy M34 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে কনফার্ম: Samsung Galaxy M34 5G ফোনে একটি 6.46-ইঞ্চি শক্তিশালী সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন অফার করবে। এই ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ ডিজাইনও থাকবে।
ক্যামেরা কনফার্ম: এই ডিভাইসটিতে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ OIS সাপোর্ট দেওয়া হবে।
ব্যাটারি: Samsung Galaxy M34 5G ফোনে একটি দীর্ঘস্থায়ী 6,000mAh ব্যাটারি সাপোর্ট দেখা যাবে, যা দীর্ঘ ব্যাকআপ এক্সপেরিয়েন্স প্রদান করবে। তবে এই ফোনের ফাস্ট চার্জিং ডিটেইলস এখনও জানা যায়নি।
প্রসেসর: এই ফোনটি MediaTek Dimensity 1080 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ হতে পারে।
স্টোরেজ: এই ডিভাইসটি 8GB RAM + 128GB বেস মডেলে লঞ্চ হবে।
OS: অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনটি হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে লঞ্চ হবে।