Technology

1 year ago

Samsung Galaxy A05, স্পেসিফিকেশন সহ জেনে নিন কবে হতে পারে লঞ্চ

Samsung Galaxy A05
Samsung Galaxy A05

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্যালাক্সি ‘এ’ সিরিজের পরিধি বাড়িয়ে Samsung Galaxy A05 ফোনটি লঞ্চ করেছিল। এই সস্তা ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চের পর এবার ভারতে আসার প্রস্ততি নিচ্ছে। কয়েক দিন আগেই এই ফোনের সাপোর্ট পেজ স্যামসাঙ ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছিল এবং এবার ফোনটির ইউজার ম্যানুয়াল পর্যন্ত কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে।

নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে Samsung Galaxy A05 ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ করে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি। 

Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পিএলএস স্ক্রিন 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ: গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A05 ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A05 ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাকের সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই এবং ডুয়েল সিমের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই ফোনটির থিকনেস 8.8 এমএম এবং ওজন 195 গ্রাম।

ওএস: কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করে।

You might also like!