দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে সারা বিশ্বেই লঞ্চ করে গেল Realme GT 5G। এটিই কোম্পানির প্রথম স্মার্টফোন, যাতে Snapdragon 888 প্রসেসর থাকছে। এই Realme GT 5G স্মার্টফোনে রয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট, নতুন এবং আগের চেয়ে অনেকটাই পরিণত কুলিং সিস্টেম, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, স্টিরিও স্পিকার্স এবং সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট।
Realme GT 5 এর দাম
রিয়েলমি তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করেছে।
ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে RMB 2999 অর্থাৎ প্রায় 34,000 টাকা।
এই ফোনের 16GB RAM + 512GB মডেল RMB 3299 অর্থাৎ প্রায় 37,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
ফোনটির টপ মডেল 24GB RAM + 1TB স্টোরেজ সহ RMB 3799 অর্থাৎ প্রায় 43,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Realme GT 5 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme GT 5 ফোনটিতে 6.74 ইঞ্চির 1.5K প্রো XDR হাই ডায়নামিক ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশরেট, 2160 PWM ডিমিং এবং এম্বেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি স্ক্রিন এচপেরিয়েন্সের জন্য এই ফোনে ইন্ডিপেন্ডেন্ট X7 ডিসপ্লে চিপ রয়েছে।
প্রসেসর: Realme GT 5 ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 740 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দুটি ব্যাটারি মডেল পেশ করা হয়েছে। ফোনটির 4,600mAh ব্যাটারি মডেল 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 5,240mAh ব্যাটারি মডেল 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ওএস: Realme GT 5 ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Realme UI 4.0 রয়েছে।