দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই সিরিজটি আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে। এখন কোম্পানি এই সিরিজের অধীনে চীনে একটি নতুন লিমিটেড এডিশন স্মার্টফোন OPPO Reno 10 Pro Star Sound Edition এনেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে জানানো হল।ডিভাইসটিতে নেবুলা অ্যাম্বিয়েন্ট লাইটও রয়েছে। যা কাস্টম থিম সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 41টি দেশীয় অ্যাপও রয়েছে। এই ফোনটি Reno 10 সিরিজের Pro মডেলের মতো।
ওপ্পো রেনো ১০ সিরিজের ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে?
জানা গিয়েছে – ওপ্পো রেনো ১০ সিরিজের বেস মডেল ৮ জিবি র্যাতম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম এই ডিভাইসটি 3,899 ইউয়ান অর্থাৎ প্রায় 44,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যাবে। ওপ্পো রেনো ১০ প্রো ফোনের দাম হতে পারে ৩৫ থেকে ৩৯ হাজার টাকার মধ্যে।
Oppo Reno 10 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo-এর নতুন লিমিটেড এডিশন ফোনটি একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
প্রসেসর: এই স্মার্টফোনে MediaTek Dimensity 8200 প্রসেসর ইনস্টল করা হয়েছে, যা পারফরম্যান্সের জন্য বেশ ভালো।
স্টোরেজ: এই ডিভাইসটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ব্যাটারি: এই ডিভাইসটিতে দীর্ঘস্থায়ী 4,600mAh ব্যাটারি রয়েছে, যা 100W ফ্ল্যাশ চার্জিংয়ের সাপোর্ট করে।
ক্যামেরা: Oppo Reno 10 Pro Limited Edition ফোনে একটি 1/2.74-ইঞ্চি সেন্সর এবং একটি 32MP সুপার-লাইট এবং শ্যাডো টেলিফটো লেন্স রয়েছে। এতে f/2.0 অ্যাপারচার এবং ফোকাল লেন্থ 47mm রয়েছে।
OS: এই ফোনটি ColorOS সুপার কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি। যা এই ফোনটিকে মেমরি অ্যাক্সেস পারফরম্যান্স প্রদান করে এবং ডেটা ট্রান্সমিশনকে 16 গুণ গতিশীল করে তোলে।