Technology

2 years ago

OPPO Reno 10 Pro+ : লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল OPPO Reno 10 Pro+ ,জেনে নিন এর দাম ও স্পেসিফিকেশন

OPPO Reno 10 Pro+ 5G
OPPO Reno 10 Pro+ 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 

OPPO Reno 10 Pro+   দাম

16GB RAM + 256GB Storage
প্রায় 45,000 টাকা
16GB RAM + 512GB Storage
প্রায় 50,000 টাকা

OPPO Reno 10 Pro+ 5G  স্পেসিফিকেশন

প্রসেসর – এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.995 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন1 চিপসেট রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে কোয়ালকম অ্যাড্রিনো 730 জিপিইউ যোগ করা হয়েছে।

স্ক্রিন – এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের কার্ভড এমোলেড ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা – OPPO Reno 10 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য ওআইএস ফিচার সাপোর্টেড এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা – ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেটআপে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি – ওপ্পো রেনো 10 প্রো প্লাসে পাওয়ার ব্যাকআপের জন্য 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

You might also like!