দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ
OPPO Reno 10 Pro+ দাম
16GB RAM + 256GB Storage | প্রায় 45,000 টাকা |
16GB RAM + 512GB Storage | প্রায় 50,000 টাকা |
OPPO Reno 10 Pro+ 5G স্পেসিফিকেশন
প্রসেসর – এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.995 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন1 চিপসেট রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে কোয়ালকম অ্যাড্রিনো 730 জিপিইউ যোগ করা হয়েছে।
স্ক্রিন – এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের কার্ভড এমোলেড ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
ফ্রন্ট ক্যামেরা – OPPO Reno 10 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য ওআইএস ফিচার সাপোর্টেড এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
রেয়ার ক্যামেরা – ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেটআপে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি – ওপ্পো রেনো 10 প্রো প্লাসে পাওয়ার ব্যাকআপের জন্য 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।