Technology

2 years ago

Karnataka : কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা, কর্মসংস্থান হবে এক লাখ

One I Phone factory will be establised
One I Phone factory will be establised

 

বেঙ্গালুরু, ৩ মার্চ  : কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা। আর তার ফলে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

আইফোনের নির্মাতা সংস্থা ফক্সকনকে বেঙ্গালুরুর কাছে জমি দেওয়া হয়েছে। ৩০০ একরের ম্যানুফ্যাকচারিং ইউনিটটি অ্যাপল ফোনের বৃহত্তম উত্পাদন ইউনিটগুলির মধ্যে একটি বলে জানা গিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কোম্পানি, যার ফ্ল্যাগশিপ ইউনিট হোন হাই প্রেসিজন ইন্ডাস্ট্রি কোম্পানির জন্যও পরিচিত, স্থানীয় বাজারে উৎপাদন বাড়াতে নতুন কারখানায় ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। টুইটারে এই খবরটি শেয়ার করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, এই বিনিয়োগ ‘কর্নাটকের জন্য অনেক সুযোগ’ তৈরি করবে।

সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ-র নেতৃত্বে ফক্সকন ম্যানেজমেন্টের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার বিমানবন্দরের কাছে ক্যাম্পাসটি ঘুরে দেখেছে। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেন, ‘বিশ্বের কোম্পানিগুলির কাছে বেঙ্গালুরু প্রথম পছন্দের গন্তব্য। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লি যাবে প্রতিনিধি দলটি।

You might also like!