Technology

1 year ago

X-Dating App: এবার মনের মানুষ পাওয়া যাবে এক্স-এ! নতুন ফিচার ইলনের অ্যাপে

X-Dating App
X-Dating App

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মনের মানুষ খুঁজে পেতে আর অন্য কোনও অ্যাপ নয়, ভরসা রাখতে পারবেন সোশ্যাল সাইট এক্সের (X) উপরেই। নিজের সাইটে এমনটাই অভিনব আপডেট আনতে চলেছেন ইলন মাস্ক। ইতিমধ্যে এই নয়া ফিচার আপডেটের কাজও শুরু হয়ে গিয়েছে।

'দ্য ভার্জ'-এর রিপোর্ট অনুযায়ী এক্সের অন্দরের একটি মিটিং হয়েছে। ওই মিটিংয়ে মাস্ক নিজেই জানিয়েছেন খুব তাড়াতাড়ি এক্সে ডেটিংয়ের সুবিধাও মিলবে।

ইতিমধ্যেই ভিডিয়ো কলিং, ভয়েস কলিংয়ের সুবিধা চালু হয়ে গিয়েছে ইলন মাস্কের এই অ্যাপে। এবার ডেটিংয়ের পাশাপাশি যাতে টাকা পয়সা লেনদেন করা যায় সেই বিষয়েও নজর রেখেছেন মাস্ক।

You might also like!