Technology

2 years ago

Nokia C22:এবার ভারতের বাজার মাতাতে আসছে Nokia C22, 10 হাজার টাকার কমের ফোনে পাওয়ারফুল ব্যাটারি

Nokia C22
Nokia C22

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ:Nokia India আজ তাদের আধিকারিক টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে যে, তারা শীঘ্রই ভারতে C সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই টুইটে ফোনটির নামও জানানো হয়েছে, আসন্ন C সিরিজের হ্যান্ডসেটটির নাম – Nokia C22। আগামী ১১ই মে এদেশে ফোনটি আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি Nokia C22 স্মার্টফোনকে গ্লোবাল মার্কেটে ঘোষণা করা হয়। আশা করা যায়, ফোনটির ভারতীয় সংস্করণের যাবতীয় ফিচার গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ হবে। অর্থাৎ উক্ত ফোনটি এদেশে টেকসই বডি বিল্ড, চিত্তাকর্ষক ব্যাটারি লাইফ এবং ইউনিসক প্রসেসর সমন্বিত একটি শক্তিশালী ডিভাইস হিসাবে আসবে।

গ্লোবাল মার্কেটে বিদ্যমান নোকিয়া সি২২ মডেলটি একাধিক চিত্তাকর্ষক ফিচারের সাথে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য এই ফোনে ইউনিসক এসসি৯৮৬৩এ (Unisoc SC9863A) প্রসেসর রয়েছে, যার প্রসেসিং নোড ২৮এনএম এবং ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ। আবারগ্রাফিক্সের জন্য এতে IMG8322 জিপিইউ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর এটি সর্বাধিক ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত রম সহ এসেছে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো সম্ভব।

Nokia C22 ফোনের সামনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD কার্ভড গ্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের উপরি অংশে ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর বিদ্যমান। আর ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

সি-সিরিজের এই নয়া ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, ব্যবহারকারীরা ব্যাটারি চার্জ না করেই তিন দিন পর্যন্ত ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এতে এআই ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচারও উপস্থিত, যা ব্যাটারি লাইফ বাড়াবে।

প্রসঙ্গত, নোকিয়া সি২২ স্মার্টফোনকে গ্লোবাল মার্কেটে ১০৯ ইউরো মূল্যে লঞ্চ করা হয়েছিল। ফলে আশা করা যায় যে, ভারতের বাজারে ডিভাইসটিকে ১০,০০০ টাকার কমে আনা হবে। আর গ্লোবাল মার্কেটের মতো ভারতেও হয়তো এটি মিডনাইট ব্ল্যাক ও স্যান্ড কালার অপশনে পাওয়া যাবে।


You might also like!