দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে আর একটি চমৎকার এন্ট্রি-লেভেলের ফোন লঞ্চ করল, যার নাম Realme C53। কম দামি এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল 6GB RAM, 90Hz ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী ও বড় একটি 5,000mAh ব্যাটারি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মাত্র 11,000 টাকা দামের মধ্যেই এই Realme C53 ফোনটিতে রয়েছে 108MP ক্যামেরা।
Realme-র লেটেস্ট ফোনটি আপনি মোট দুটি স্টোরেজ অপশনে পেয়ে যাবেন। তাদের মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 9,999 টাকা এবং 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল দোকান থেকে পাওয়া যাবে Realme C53। প্রথম দিনই এই ফোন ক্রয় করলে 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের উপরে থাকবে 1,000 টাকা ছাড়। চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
realme C53 এর স্পেসিফিকেশন
স্ক্রিন: Realme C53 স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.74 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে 560নিটস ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: Realme C53 ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে যা Realme UI T-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে UNISOC T612 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, যা 1.82 GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করে।
RAM: এই Realme মোবাইলটি ভারতীয় মার্কেটে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটিতে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM + 128GB মেমরি রয়েছে। Realme C53 ফোনে 6GB Dynamic RAM Expansion টেকনোলজি রয়েছে যা ইন্টারনাল র্যামকে 12GB পর্যন্ত প্রসারিত করতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C53 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
অন্যান্য: Realme C53 স্মার্টফোনে 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনে 150% UltraBoom Speaker এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।