Technology

2 years ago

Mobile :মোবাইলে প্রি-ইনস্টলড অ্যাপ রাখা যাবে না, কড়া পদক্ষেপের পথে ভারত

MObiel
MObiel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ভারত সরকার কড়া আইন আসতে চলেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে কোনও মোবাইলেই আগে থেকে কোনও অ্যাপ থাকবে না। জানা গিয়েছে, নতুন আইন অনুসারে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে এই অ্যাপগুলির ক্ষেত্রে ইনস্টলের অপশন রাখতে হবে। নতুন মোবাইলে কোনও প্রি-ইনস্টলড অ্যাপ রাখা যাবে না। বাজারে নতুন কোনও ফোন আসার আগে পরীক্ষা করবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এজেন্সি, তারপর তা নিশ্চিত হলেই ছাড়পত্র দেওয়া হবে।

ভারত সরকারের নতুন সিকিউরিটি রুলসের মাধ্যমে মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে কার্যত বাধ্য করা হবে মোবাইল থেকে প্রি-ইনস্টলড অ্যাপগুলি সরিয়ে দেওয়ার জন্য। এই অ্যাপগুলি আগে থেকে মোবাইলে ইনস্টল করা থাকলে সেগুলি গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা সম্ভব। সেই কারণেই ভারত সরকারের প্রযুক্তি মন্ত্রক কোনও ঝুঁকি নিতে চাইছে না বলে জানা গিয়েছে। প্রযুক্তি মন্ত্রকের দাবি, এটা জাতীয় সুরক্ষার বিষয়। এটা একটি দুর্বল সুরক্ষা ব্যবস্থা। চিন সহ কোনও শত্রুদেশ যাতে এই অ্যাপের সুযোগ নিতে না পারে সেই ব্যবস্থা করতে চাইছে ভারত।

 এর আগে ৩০০-র বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এমনকি মোবাইলে চিনা বিনিয়োগেও লাগাম টানা হয়েছে। স্যামসাং, জিওমি, ভিভো, অ্যাপেল-সহ একাধিক কোম্পানির মোবাইল ফোনে আগাম কোনও অ্যাপ যাতে ইনস্টল করা না হয় সে ব্যাপারে এবার কড়া অবস্থান নেওয়ার দিকে এগোচ্ছে ভারত। 


You might also like!