Technology

1 year ago

মাত্র 6999 টাকা দামে লঞ্চ হল Lava O1

Lava O1
Lava O1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লাভা আজ ভারতে লঞ্চ করল Lava O1 স্মার্টফোন, যার দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কমে। এই এন্ট্রি লেভেল ফোনে পাওয়া যাবে ইউনিসক টি সিরিজের প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ সহ এলসিডি ডিসপ্লে। আবার Lava O1 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে। ডিভাইসটি লাইভলি ল্যাভেন্ডার, প্রিজম ব্লু ও লাক্সি রেড কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আসুন Lava O1 এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava O1 এর দাম এবং সেল

লাভা ও১ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা। তবে ৭ অক্টোবর থেকে শুরু হতে চলা Amazon Great Indian Festival সেলে এটি ১০ শতাংশ ডিসকাউন্টে ৬,২৯৯ টাকায় কেনা যাবে।

ফোনটি লাইভলি ল্যাভেন্ডার, প্রিজম ব্লু এবং লাক্স রেড কালারে পেশ করা হয়েছে।

Lava O1 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava O1 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচদি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লে 1600 × 720 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটিতে UniSoC T606 চিপসেট রয়েছে। এর সঙ্গে এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি 3GB extented RAM সাপোর্ট করে। এর সাহায্যে এই ফোনে মোট 7GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং 3.5mm অডিও জ্যাকের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Lava O1 ফোনটির ডায়মেনশন 163.7 × 75.3 × 9.3 এমএম এবং ওজন 199.5 গ্রাম।


You might also like!