Technology

2 years ago

The password will be remembered forever:পাঁচ উপায় জেনে রাখুন, পাসওয়ার্ড মনে থাকবে আজীবন

The password will be remembered forever
The password will be remembered forever

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনলাইনেই বেশিরভাগ কাজ সম্পাদন করতে হয় আজকাল। আর অনলাইন মানেই পাসওয়ার্ড দিয়ে নিজের জিনিস সুরক্ষিত রাখা। এই পাসওয়ার্ড নিয়ে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। ভুলে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে কী করবেন?

ব্যাক আপ অপশন রাখুন

নির্দিষ্ট অ্যাপে পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি একটা ব্যাক আপ রাখুন। ভুলে গেলে ওই ব্যাক আপটা কাজে লাগবে। গুগলের ক্ষেত্রেও পাসওয়ার্ড ভুলে গেলে ব্যাক আপ অপশন দেওয়া হয়।

পরিচিত জিনিস

পাসওয়ার্ড কিছু পরিচিত জিনিসের ভিত্তিতে সবসময় নিজের নাম ও কয়েকটি সংখ্যা বেছে নেবেন না। বরং বাড়ির পোষ্যের নাম, গাড়ির সংস্থা ইত্যাদি নামে পাসওয়ার্ড লিখুন।

বেশি পাসওয়ার্ড নয়

এক একটা অ্যাপে এক একরকম পাসওয়ার্ড দিচ্ছেন? মানে একশোটা অ্যাপে একশোরকম? এই ভুল করবেন না। বরং ৪-৫ টা পাসওয়ার্ডের মধ্যে সীমিত রাখুন সব। তাহলে মনেও থাকবে আপনার।

আর্থিক লেনদেনের পাসওয়ার্ড আলাদা

আর্থিক লেনদেনের পাসওয়ার্ড সবসময় আলাদা রাখুন। সাধারণ অ্যাপের সঙ্গে ব্যাঙ্কের অ্যাপের পাসওয়ার্ড এক রাখবেন না। এতে বিপদ হতে পারে।

দৈনন্দিন জিনিস

পাসওয়ার্ড মনে রাখার সেরা কায়দা হল দৈনন্দিন ব্যবহৃত জিনিসের নামে নামকরণ। যেমন জুতো, ছাতা, ঘড়ি ইত্যাদি। এই নামগুলি সহজে কেউ আন্দাজ করবে না। অথচ আপনার প্রিয় জুতোটিই আপনার পাসওয়ার্ড বলে মনে রাখার সুবিধে আছে।

You might also like!