Technology

1 year ago

লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন itel P55 5G,জেনে নিন ফিচার

Itel P55 5G
Itel P55 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Itel সম্প্রতি ভারতে নতুন Itel S23+ স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। তবে এর পাশাপাশি সংস্থাটি Itel P55 5G নামের আরেকটি স্মার্টফোনের জন্যও ধারাবাহিকভাবে টিজার পোস্টারও শেয়ার করে যাচ্ছে। একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, এই ডিভাইসটি এদেশের বাজারে আত্মপ্রকাশ করা প্রথম 5G হ্যান্ডসেট হবে, যার দাম ১০,০০০ টাকারও কম রাখা হবে। আজ এক জনপ্রিয় টিপস্টার আসন্ন Itel P55 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ এবং চিপসেট সম্পর্কে জানিয়েছে।

itel P55 5G এর দাম

ভারতে itel P55 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 9,699 টাকা। একইভাবে এই ফোনের বড় মডেল মাত্র 9,999 টাকা দামে 6GB RAM + 128GB মেমরি সহ পেশ করা হয়েছে। আগামী 4 অক্টোবর থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে Blue এবং Green কালারে সেল করা হবে।

itel P55 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: itel P55 5G ফোনটিতে 1612 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: itel P55 5G ফোনে মেমরি ফিউশন টেকনোলজি দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনটির 4GB RAM মডেলে এক্সট্রা 4GB virtual RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে 6GB virtual RAM যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে এতে ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel P55 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

You might also like!