দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃক্রেতাদের জন্য দারুন সুখবর! এবার মাত্র ৪০০০ টাকায় পাওয়া যাবে হিরো স্প্লেন্ডর! প্রতি মাসেই ক্রেতাদের কাছে নতুন নতুন মডেল পৌঁছে দেয় ভারতের বৃহত্তম টু হুইলার সংস্থা হিরো মটোকর্প। অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি মাইলেজ দেয় হিরো স্প্লেন্ডর। ক্রেতাদের খুবই পছন্দের মডেল হিরো স্প্লেন্ডর।
এবার মাত্র ৪০০০ টাকা দিয়েই বাড়িতে নিয়ে আসতে পারেন হিরো স্প্লেন্ডর। বর্তমানে হিরো স্প্লেন্ডর প্লাসের ভেরিয়েন্টের দাম ৭২০৭৬ টাকা। যার অন রোড দাম পরতে পারে ৮৬০০০ টাকা। তবে সব টাকা না থাকলে ব্যাঙ্কের থেকে লোন নিতে পারেন। লোনের মেয়াদ থাকবে ৩ বছর। অনলাইন ইএমআই-এর জন্য ৭৮,৭৮০ টাকা লোন দেবে ব্যাঙ্ক। ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ৮০০০ টাকা। তারপর মাসে মাসে ইএমআই বাবদ দিতে হবে ২৫৩১ টাকা। লোনের সুদের হার থাকবে ৯.৭ শতাংশ।
হিরো স্প্লেন্ডর প্রতি লিটারে ৮০ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এর দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। একইসঙ্গে পাবেন ৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং ৪স্পিড গিয়ারবক্স। বাইকটির ওজন মাত্র ১১২ কেজি।