দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকটি ব্র্যান্ড নিউ ফিচার ফোন লঞ্চ করল বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়া (NOKIA)। ফোনটির নাম দেওয়া হয়েছে NOKIA 105 Classic। ৯৯৯টাকার বিনিময়ে ফোনটি কিনতে পারবেন ক্রেতারা। ফিচার ফোন হলেও UPI পেমেন্টের সুবিধা দেওয়া হয়েছে ফোনটিতে।
মোট চারটি ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে এসেছে। তার মধ্যে রয়েছে সিঙ্গল সিম, ডুয়েল সিম এবং চার্জার ছাড়া একটি ভ্যারিয়েন্ট। নীল এবং চারকোল কালারের দুটি রঙে পাওয়া যাবে । এর সঙ্গে গ্রাহকরা পাবেন পুরোপুরি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
ফোনটিতে রয়েছে ৮০০ mAh ব্যাটারি এবং ওয়ারলেস FM-এর সুবিধা। এছাড়াও অন্য ফিচার ফোনের মতো গেমিং, ক্যালকুলেটর সহ একাধিক সুবিধা রয়েছে।
ইতিমধ্যে এই 2G ফোনটি বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন ক্রেতারা।