দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে Apple Airpods Pro। তাও আবার নাকি মাত্র ৫৪০ টাকায়। আসলে ডিসেম্বর ফ্লিপকার্ট বিগ বাচাত ধামাল সেল শুরু হয়েছে। আর সেই সেলেই এই হাই-কোয়ালিটি ইয়ারবাড মিলবে এত সস্তায়।
কী ভাবে পাবেন?
অ্যাপেলের লঞ্চ করা এই ডিভাইসের দাম ২৬ হাজার ৯৯০ টাকা। তবে, বর্তমানে ডিসকাউন্ট দিয়ে তা পাওয়া যাচ্ছে ১৬ হাজার ৪৫০ টাকায়। এরপরেও রয়েছে অফার। মাত্র ৫৪০ টাকাতেই পেয়ে যাবেন এই হেডফোন। সেক্ষেত্রে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে আপনার পুরানো স্মার্টফোনটি।