Technology

2 years ago

Crossbeats Aura স্টাইলিশ স্মার্টওয়াচ, 15 দিন চলবে ব্যাটারি, জেনে নিন দাম

Crossbeats Aura stylish smartwatch
Crossbeats Aura stylish smartwatch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতীয় কোম্পানি Crossbeats ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এতে 123টিরও বেশি অ্যাক্টিভিটি সাপোর্ট, কলিঙের জন্য ক্লিয়ারকম টেকনোলজি এবং 8 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়।

Crossbeats Aura দাম

কোম্পানি Crossbeats Aura ওয়াচ 3,499 টাকা দামে পেশ করেছে। এই ওয়াচ ব্ল্যাক স্ট্র্যাপের সঙ্গে ব্ল্যাক বেজল, ব্ল্যাক স্ট্র্যাপের সঙ্গে গোল্ড বেজল, অরেঞ্জ স্ট্র্যাপের সঙ্গে গোল্ড বেজল এবং সিলভার স্ট্র্যাপের সঙ্গে সিলভার বেজল চারটি কম্বিনেশন কালারে লঞ্চ করা হয়েছে।

Crossbeats Aura এর স্পেসিফিকেশন

1.Crossbeats Aura তে ,000 nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 1.46-ইঞ্চির AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এতে অলওয়েজ অন দিয়াপ্লে ফিচারও রয়েছে।

2.এই ওয়াচে 300mAh ব্যাটারি রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 15 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। এছাড়া অরাতে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে।

3.এতে ক্লিয়ারকম টেকনোলজি সহ ব্লুটুথ কলিং ফিচার আছে। এই ওয়াচে এআই হেলথ ট্র্যাকার সহ 123টিরও বেশি অ্যাক্টিভিটি মোডে রিয়েল টাইম ডেটা প্রোভাইড করে।

4.এই ওয়াচে হার্ট রেট, ব্লাড প্রেশার, SpO2 এবং স্লিপ প্যাটার্ন বোঝার জন্য 4th জেনারেশন বায়ো প্রসেসর চিপ দেওয়া হয়েছে।

5. এর সঙ্গে এতে স্টেবিলিটির জন্য একটি এয়ারোস্পেস মেটাল কেস এবং মেরিন ওয়াচ ব্যান্ড রয়েছে। এর এনকোডার ক্রাউন এবং ইন বিল্ট মেকানিকাল নব বিভিন্ন ফিচার ও অ্যাপের মধ্যে নেভিগেট করার জন্য ব্যাবহার করা যায়।

You might also like!