Technology

2 years ago

Blackview Active 8 Pro :22,000mAh ব্যাটারিসহ বাজারে এল এই শক্তিশালী ট্যাবলেট

Blackview Active 8 Pro
Blackview Active 8 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন দুনিয়ায় একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চের পরে এবার ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Blackview Active। সেই ট্যাবলেটের উত্তরসূরি নিয়ে হাজির জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। সপ্তাহের শুরুতেই ভারতে লঞ্চ হল Blackview Active 8 Pro।এছাড়াও কোম্পানির দাবি এক চার্জে 1440 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম  এই ট্যাবলেট। কোম্পানির দাবি কোনও ভাঁওতা নয়, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 60 দিন পর্যন্ত ব্যাকআপ।চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। 

Blackview Active 8 Pro এর দাম

কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ডিভাইস আগামী 10 জুলাই আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হবে। জানিয়ে রাখি এখন অর্ডার করলে ডেলিভারি হতে বেশ কিছু দিন সময় লাগতে পারে। Blackview Active 8 Pro ট্যাবলেট  প্রায় 19,000 টাকা দামে লঞ্চ করেছে।

Blackview Active 8 Pro স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবে 2,000 X 1,200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 10.36 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ট্যাবলেট MediaTek Helio G99 চিপসেটে রান করে। ভালো পারফরমেন্সের জন্য এতে গ্রাফাইট কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে।

স্টোরেজ: এতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া মেমরি বাড়ানোর জন্য এই ট্যাবে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।

ক্যামেরা: এই তাবের রেয়ার এবং ফ্রন্ট প্যানেলে 16.48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। অর্থাৎ সুন্দর ফটো ক্যাপচার করার পাশাপাশি ইউজাররা এতে অসাধারণ সেলফি নিতে এবং মিটিং অ্যাটেন্ড করতে পারবেন।

ব্যাটারি: দীর্ঘক্ষণ চলার জন্য এই ডিভাইসে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 22000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 1440 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। অর্থাৎ এতে কয়েক দিন পর্যন্ত কাজ করা যায়।

সুরক্ষা: এই ট্যাবলেটটিকে ip68 এবং ip69k রেটিং দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার: এতে হারম্যান কার্ডনের স্পিকার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ট্যাবে ডুয়েল 4G সিম সাপোর্ট, ওটিজি, এনএফসি, এফএম রেডিও রয়েছে।

OS: এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ কর


You might also like!