Technology

2 years ago

Dakota Aircraft : নারকেলের খোলা দিয়ে ডাকোটা বিমান তৈরি তাক লাগিয়ে দিল বাইক মেকানিক

Dakota Aircraft with vijay Kamila (Collected)
Dakota Aircraft with vijay Kamila (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমুদ্র তীরবর্তী সৈকতভূমি মানেই সারি সারি নারকেল , তাল আর তমালের সারি। নারকেলের জল ও শাঁস দুই বড় সুস্বাদু তবে এই দুটি নেবার পর তার খোলা টা একেবারেই অকেজো, তবে এবার সেই ফেলে দেওয়া নারকেল মালাকেই এক অনন্য রূপ দিলেন  ওড়িশার এক শিল্পী। যা দেখেও বিশ্বাস করতে পারছেন না দর্শকেরা।

ওড়িশার ময়ূরভঞ্জের বিজয় কামিলা আসলে একজন মেকানিক, বাইক সারানো পেশা তাঁর। সেই বিজয়ই নিজের বাড়িতে অবসরে স্রেফ শখেই নারকেল খোলা দিয়ে বানিয়ে ফেললেন আস্ত একখানা বিমান! এ বিমানে অবশ্য সওয়ার হওয়া যাবে না। তবে ইঞ্জিন, চাকা, বিমানের পাখা, একটি একটি ছোট ছোট জিনিস নজরে রেখেছেন তিনি। 

নারকেলের খোলা দিয়ে যে বিমানটি বিজয় বানিয়েছেন, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি সেনা বিমান। যা সাধারণত পরিবহণের কাজে ব্যবহার করত সেনারা। এককালে ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকও এই ডাকোটা বিমান ব্যবহার করতেন ব্যক্তিগত প্রয়োজনে। বিজয় সেই বিমানই তৈরি করেছেন নারকেলের খোলা দিয়ে। ৩ ফুট ৬ ইঞ্চির বিমানটি অবিকল সেই ডাকোটা বিমানের মতোই দেখতে। 

বিজয় জানিয়েছেন, এই বিমান বানাতে ২-৩ বস্তা নারকেলের খোলা লেগেছে তাঁর। সময় লেগেছে দু’মাস। ওই বিমানের চালকের আসনে তিনি ওড়িশার প্রয়াত মুখ্যমন্ত্রী ‘বিজুবাবু’কেই বসিয়েছেন বলে জানান শিল্পী।বিজয় এর আগেও নারকেল মালা দিয়ে ছোট খাট শিল্প কর্ম করেছেন। তবে এই সৃষ্টিটি অনন্য। বিজয়ের বিমানটি তিনি ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে উপহার দিতে চান বলে জানান। 


You might also like!