Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Beauty Tips : এই ৫ প্রসাধনী যত্নে রাখতে ফ্রিজ-ই ভরসা

Beauty Tips  (Symbolic Picture)
Beauty Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে যেমন আমাদের অবস্থা নাজেহাল, তেমনই এই মরসুমে রূপটানের প্রসাধনীগুলিরও বেহাল দশা হয়। মেয়াদ উত্তীর্ণ না হলেও সেগুলি আর গরমে ব্যবহারের যোগ্য থাকে না। ফলে কেবল ব্যবহার করলেই হবে না, জানতে হবে পণ্যগুলির সঠিক সংরক্ষণ পদ্ধতিও। এমন বেশ কিছু প্রসাধনী আছে, যেগুলি ফ্রিজে রাখলে দীর্ঘ দিন ভাল থাকে এবং ত্বকেও ভাল কাজ করে। জেনে নিন কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখলে দীর্ঘ দিন ভাল রাখা সম্ভব। 

ক্রিম: নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখা ভাল। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। এ সব ক্রিম ফ্রিজ থেকে বার করে ত্বকে লাগালে বেশি আরাম পাবেন।

লিপস্টিক: ফ্রিজে লিপস্টিক ভরে রাখতে পারেন। এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভাল থাকে। ফলে দীর্ঘ দিন লিপস্টিকের রং এক রকম থাকে, আর্দ্র ভাবও নষ্ট হয় না।

অ্যালো ভেরা জেল: ফ্রিজে অ্যালো ভেরা জেল রেখে দিলে অনেক দিন ভাল থাকে। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা হলে ঠান্ডা অ্যালো ভেরা জেল দ্রুত আরাম দেয়।

টোনার: নিয়মিত টোনার ব্যবহার করেন? টোনারের বোতলটি ফ্রিজে রাখতে পারেন। এ ধরনের প্রসাধনীগুলিও ফ্রিজে রাখলে অনেক দিন ভাল থাকে। আর ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

নেলপলিশ: ফ্রিজে অবশ্যই রাখুন নেলপলিশ। বাইরে রাখলে অনেক সময়ে গরমে নেলপলিশ জমাট বেঁধে যায়। কিন্তু ফ্রিজে রাখলে তা হবে না আর লাগানোর পর নখেও থাকবে বেশি দিন।

You might also like!