Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Life Style News

3 days ago

Mirror Intimacy Tips: আয়নার সামনে যৌনতা সবচেয়ে উত্তেজক! জানুন কীভাবে এটি মুহূর্তকে আরও স্পেশাল করে

Mirror Intimacy
Mirror Intimacy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যৌনজীবন কি হয়ে উঠেছে একঘেয়ে? সঙ্গমে আর আগের মতো উন্মাদনা খুঁজে পাচ্ছেন না? চিন্তার কিছু নেই। একটুখানি রোমাঞ্চ যোগ করলেই ফের ফিরে আসতে পারে সেই আগ্রহ। বিশেষজ্ঞরা বলছেন, যৌনজীবনকে আরও উদ্দীপক ও রঙিন করে তুলতে দারুণ ভূমিকা নিতে পারে একটি সাধারণ আয়না। কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ।

১) যে ঘরে আয়না রয়েছে, সে ঘরকেই বেছে নিন সঙ্গমের জন্য। এমন জায়গায় সঙ্গমে মেতে উঠুন, যাতে নিজেদের আয়নায় সঙ্গমরত অবস্থায় দেখতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সঙ্গম করতে দেখলে আরও বেশি উত্তেজনা বাড়বে। এর ফলে সঙ্গমও আরও দীর্ঘ হবে।

২) বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমরত অবস্থায় নিজেদেরকে আয়নার দেখলে, সঙ্গমের সময় অন্যকোনও চিন্তা মাথায় আসবে না। এর ফলে যৌনতা আরও বেশি অন্তরঙ্গ হয়ে উঠবে। 

৩) বিশেষজ্ঞরা বলছেন, আয়নার সামনে সঙ্গমে মাতলে আত্মবিশ্বাস বাড়ে। কেননা, আপনার চেহারা যেমনই হোক, আপনার সঙ্গী যে আপনার সঙ্গে যৌনতায় মজা পাচ্ছেন, তা আয়নায় প্রতিফলিত হওয়ায়, নিজের শরীরের প্রতি ভালবাসা বাড়বে।

৪) যৌনতায় একঘেয়ামি যেমন কাটবে তেমনিই নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আগ্রহও বাড়বেও।

৫) এক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেকেই পর্নগ্রাফি দেখে নিজেদের যৌন উত্তেজনাকে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এই উপায় অবলম্বন না করে বরং আয়নার সামনে সঙ্গম করুন। দেখবেন নীল ছবির তুলনায় এটা বেশি ইন্টারেস্টিং।

খেয়াল রাখুন–

আয়নার সামনে সঙ্গমে মত্ত হওয়ার বিষয়ে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখুন। চেষ্টা করুন এমন জায়গা ব্যবহার করতে যেখানে কমফোর্ট থাকবে। না হলে কিন্তু সঙ্গমে আনন্দ পাবেন না।

এ ব্যাপারে সঙ্গীর অনুমতি নিন অবশ্যই। সঙ্গী যদি অরাজি থাকেন, তাহলে এই এক্সপেরিমেন্ট না করাই শ্রেয়। 

You might also like!