Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

2 years ago

Pet: বাড়ির পোষ্যের মেজাজ দেখে ভয় পাচ্ছেন আপনি? কি কি কারণে ঘটতে পারেন এমন?

Pet Dog (Symbolic Picture)
Pet Dog (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিবারের ওই সদস্যটির সাথে আপনার ভাব সবচেয়ে বেশি। সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাও আপনি জানেন। কারণ এই ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা, আর সেটা সকল চারপেয়েপ্রেমী মানুষেরাই জানেন। তবে ইদানিং ওর মেজাজ একদম ঠিক থাকছে না? তার মেজাজ গরম হয়ে যাচ্ছে মাঝেমধ্যেই? কি কি কারণে ঘটতে পারে এমনটা? জানুন বিশদেঃ 

আপনাকে সব সময় কাছে না পাওয়াঃ 

কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে অফিস আগের নিয়মে চলছে। দিনের বেশির ভাগ সময় অফিসে থাকার ফলে পোষ্যকে সময় দিতে পারছেন না অনেকেই। পোষ্যও সেই স্নেহ, আদর না পেয়ে একাকিত্বে ভুগছে। মানসিক ভাবে একা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পোষ্যের মানসিক অস্থিরতা অস্বাভাবিক নয়। সে ক্ষেত্রে পোষ্যের সঙ্গী হিসাবে আরও একটি কুকুরছানা আনতে পারেন। পোষ্যও খেলার সঙ্গী পাবে। একা থাকার দুঃখ কিছুটা হলেও দূর হবে।

অন্য কুকুরের প্রতি রাগ

পাড়ায় পোষ্যকে নিয়ে বেরিয়েছেন। সেটা দেখামাত্রই কোথা থেকে এক দল সারমেয় এসে চেঁচামেচি শুরু করে দিল। এমন পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে পোষ্যটি ভয় পেয়ে যায়। আবার পালটা জবাব দিতেও দেখা যায়। বাড়িতে আসা অন্য কুকুর এলেও একই রকম আচরণ করে। কুকুর এমনিতে বন্ধুবৎসল। আপন করে নিতে জানে। কিন্তু অতীতে অন্য সারমেয়র সঙ্গে কোনও খারাপ স্মৃতি থেকে থাকলে হিংস্র হয়ে উঠতে পারে।

অপছন্দের মানুষ দেখলে

মানুষের ছত্রছায়ায় থাকতে ভালবাসে পোষ্যেরা। কিন্তু কিছু আচরণের জন্য অনেক সময় কাউকে দেখলে হিংস্র হয়ে ওঠে। বিশেষ করে নেতিবাচক কোনও পরিস্থিতিতে এমন হয়। ভয় পেয়ে অনেকেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন, তাতে পোষ্যেরা বিরক্ত হয়।


You might also like!