কলকাতা, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবু সোরেনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সবার্তায় তিনি সোমবার লিখেছেন, “ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাইবোনদের প্রতি গুরু দিশম (মহান নেতা) শিবু সোরেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার ভাই হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী, তাঁর ছেলে এবং সেইসাথে তাঁর পুরো পরিবারের সঙ্গে সমব্যথী। তাঁর সঙ্গে যাঁরা ভ্রাতৃত্ববোধে আবদ্ধ এবং তাঁর সমস্ত অনুসারীদের প্রতিও আমার আন্তরিক সমবেদনা রইল। আমি তাঁকে ভালোভাবে জানতাম এবং আন্তরিকভাবে শ্রদ্ধা করতাম। ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায় আজ শেষ হলো।”
Profoundly saddened by the demise of Shibu Soren, former Chief Minister of Jharkhand, a former Union Minister, founder of Jharkhand Mukti Morcha, and Guru Dishom (great leader) for my Adivasi brothers and sisters.
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
My heart- felt condolences to my brother @HemantSorenJMM, his son…