টোকিও, ২৪ মে : সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার জাপানের রাজধানী টোকিও-তে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদলের আলাপচারিতার সময় অভিষেক বলেছেন, "আমরা এখানে এই বার্তা এবং সত্য ভাগ করে নিতে এসেছি যে, ভারত ভয়ের কাছে নতজানু হবে না। আমি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা বিরোধী দলে রয়েছে। আমি জনসাধারণের কাছে বলেছি, পাকিস্তানকে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়া উচিত। যদি সন্ত্রাসবাদ একটি হিংস্র কুকুর হয়, তাহলে পাকিস্তান একটি হিংস্র হ্যান্ডলার। আমাদের প্রথমে এই হিংস্র হ্যান্ডলারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বকে একত্রিত করতে হবে। অন্যথায়, এই হিংস্র হ্যান্ডলার আরও হিংস্র কুকুরের বংশবৃদ্ধি এবং লালন-পালন করবে।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, "আমরা পাকিস্তানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলাম, ভেবেছিলাম তারা কিছু পদক্ষেপ নেবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনবে। ভারত ১৪ দিন পর এয়ার স্ট্রাইক চালিয়ে ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এটা ভারত, যা দৃঢ় সংকল্প এবং সম্মানজনক পদক্ষেপ নেয়। আমরা একটিও বেসামরিক নাগরিকের জীবনকে বিপন্ন না করেই সেই সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছি।"