Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Israel-Hamas Conflict : সম্পূর্ণ বিচ্ছিন্ন উত্তর গাজা, 'স্ট্রিট ব্যাটেল'-এর জন্য প্রস্তুতি শুরু ইজরায়েলের

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যুদ্ধের ১ মাস কাটতে চলল। কিন্তু এখনও যুদ্ধ চলছে । গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা । হামলার জেরে গাজা এখন দ্বিখণ্ডিত । অবরুদ্ধ অঞ্চলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে উত্তর গাজাকে । সোমবারও রাতভর সেখানে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল । এবার রাস্তায় রাস্তায় যুদ্ধ, যাকে বলে স্ট্রিট ব্যাটেলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েলি সেনা ।

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস এর দাবি, তারা হামাসের ৪৫০-র বেশি ঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছে। এর মধ্যে টেররিস্ট ক্যাম্প, মিলিটারি কম্পাউন্ড রয়েছে । সাধারণ লোকেদের নর্থ থেকে সাউথ গাজাতে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য একটা করিডোরই উপলব্ধ রয়েছে । উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় দীর্ঘ এক মাস মোবাইল ফোন, ইন্টারনেটচ পরিষেবা বন্ধ হয়ে যায় । তবে,সোমবার তা ধীরে ধীরে পুনরুদ্ধার হয়েছে বলে খবর ।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১.৫ মিলিয়ন প্যালেস্তিনীয় বা গাজার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ, তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে । খাদ্য, ওষুধ, জ্বালানি এবং জলের পরিষেবা পাওয়াই যাচ্ছে না । রাস্তায় রাতের পর রাত কাটাচ্ছে অধিকাংশ গাজার নাগরিক ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, যুদ্ধে উভয় পক্ষের হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে । ইতিমধ্যে ৯,৭০০-র প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে । প্রায় ১৪০০ ইসরায়েলি মারা গিয়েছেন । তাঁদের মধ্যে বেশিরভাগই সেনা ।

You might also like!