কাবুল, ১২ অক্টোবর : পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষের উত্তাপ ক্রমেই চড়ছে। শনিবার রাতে পাকিস্তানে হামলা চালায় আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী। শনিবার আফগান সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কাবুলে পাকিস্তানি আগ্রাসনের জবাবে তালিবানশাসিত বাহিনী পাকিস্তানে পাল্টা হামলা চালিয়েছে। সীমান্তের বহু জায়গায় পাকিস্তানের সেনার সঙ্গে আফগান সেনার সংঘর্ষ চলছে। পরে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দাবি করেন, তাঁদের অভিযান সফল হয়েছে। ফের পাক আগ্রাসন দেখা গেলে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, সেই হামলাতে পাকিস্তানের কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন। তবে সেই সময়ে শুধু পাকিস্তানের সেনা নিহত হয়েছেন তাই নয়, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তালিবান নেতৃত্বাধীন বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। এর মধ্যে কুনার এবং হেলমন্দ প্রদেশের এলাকাগুলি রয়েছে।সূত্রের খবর, বাহরামচা জেলার শাকিজ, বিবি জানি এবং সালেহান এলাকা-সহ পাকতিয়ার আরয়ুব জাজি জেলায় গুলির লড়াই হয়েছে।বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণে কাবুল কেঁপে উঠেছিল। আফগানিস্তানের তালিবান সরকারের দাবি, পাক এয়ারফোর্সের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে কাবুলে বোমা ফেলেছে। এ ছাড়া পাক-আফগান সীমান্তবর্তী পাটিকা প্রদেশেও বোমা পড়েছে বলে দাবি আফগানিস্তানের তালিবান সরকারের। এর পরেই পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের তালিবান সরকার তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। আর তার পরেই শনিবার পাল্টা হামলা চালায় আফগানিস্তান।