নয়াদিল্লি, ১৬ এপ্রিল : মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার ভোর ৪.৪৩ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। আফগানিস্তানে অনুভূত হওয়া এই ভূমিকম্প টের পাওয়া যায় রাজধানী দিল্লিতেও। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪.৪৪ মিনিট নাগাদ (ভারতীয় সময়) কম্পন অনুভূত হয় আফগানিস্তানে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের বাঘনাল থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। আবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ৪২৮ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আফগানিস্তানে হওয়া ভূমিকম্পের রেশ দিল্লিতে অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।