Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Horoscope

1 week ago

christmas-2025 : বাড়ির কোথায় বসাবেন ক্রিসমাস ট্রি? বাস্তু মেনে সাজালে কাটবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরবে ঘর

christmas-2025
christmas-2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:শীতের আমেজে বড়দিন মানেই চারিদিকে ক্রিসমাস ট্রি-র জয়জয়কার। ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হিসেবে এই গাছের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে কেবল সাজসজ্জাই নয়, ক্রিসমাস ট্রি-র সাথে জড়িয়ে আছে বাস্তুগত গুরুত্বও। জাতি-ধর্ম নির্বিশেষে যে কেউ এই গাছ বাড়িতে স্থাপন করতে পারেন, কারণ এটি ঘরে ইতিবাচক শক্তি বয়ে আনে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক দিকে এবং সঠিক নিয়মে ক্রিসমাস ট্রি রাখলে পরিবারের সদস্যদের ওপর তার শুভ প্রভাব পরিলক্ষিত হয়।

নেগেটিভ এনার্জি দূর করে

বাড়িতে এই গাছ রাখলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। মনে করা হয়, যিশুর জন্মের সময় স্বর্গের দূতেরা যোসেফ ও মেরিকে অভিনন্দন জানিয়ে ছিলেন। স্বর্গের দূতেরাই যিশুর জন্ম উপলক্ষে ফারের গাছকে আলোর মালায় উজ্জ্বল করে তুলেছিলেন। সেই সময় থেকে ২৫ ডিসেম্বর উপলক্ষে এই গাছকে আলো ও নানা বস্তু দিয়ে সাজানোর প্রথা চলে আসছে।

ক্রিসমাস ট্রি-তে আলো লাগানো

মনে করা হয় সপ্তদশ শতক থেকে এই গাছে আলো লাগানোর প্রচলন শুরু হয়। প্রাচীনকালে এই গাছকে শুভ শক্তির প্রতীক মনে করা হত। বাড়িতে এই গাছ রাখলে বাচ্চারা দীর্ঘায়ু লাভ করে এবং তাঁদের মনে সব সময় আনন্দ থাকে। ক্রিসমাস ট্রিতে আলো লাগালে বাড়িতে সমৃদ্ধির আগমন ঘটে।

বাড়িতে ক্রিসমাস গাছ রাখার লাভ

অনেকে নিজের বাড়িতে আসল ক্রিসমাস ট্রি বা ফার গাছ রাখেন। ক্রিসমাসের সময় এই গাছকেই সাজিয়ে রাখেন। মনে করা হয়, বাড়িতে আসল ক্রিসমাস গাছ রাখলে পরিবারের সদস্যদের মধ্য়ে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্মান বাড়ে।

কোন দিকে রাখবেন এই গাছ?

বাস্তু অনুযায়ী পূজার্চনা ও শুভ কাজের জন্য উত্তর দিককে অত্যন্ত শুভ মনে করা হয়। বাড়ির উত্তর দিকে এই গাছ লাগানো উচিত। এ দিকে সম্ভব না হলে উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে ক্রিসমাস ট্রি লাগাতে পারেন।

ক্রিসমাস ট্রির আকার কেমন হবে?

এই গাছ ত্রিভুজাকৃতি হওয়া উচিত। বাস্তু শাস্ত্রে ত্রিভুজকে অগ্নির প্রতীক মনে করা হয়। জীবনের পাঁচটি তত্ত্বের মধ্যে থেকে একটি তত্ত্ব হল অগ্নি। তাই বাড়িতে ত্রিভুজাকৃতির ক্রিসমাস ট্রি লাগান।

অবসাদ দূর হয়

বাড়িতে এই গাছ লাগালে ইতিবাচক শক্তির তরঙ্গের সৃষ্টি হয়। যা অবসাদ দূর করতে সাহায্য করে। এই গাছে যে পোলস্টার লাগানো হয়, তা আকাশের প্রতীক হিসেবে চিহ্নিত। মনে করা হয় এটি জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে।

ক্রিসমাস ট্রি-তে লক্ষ্মীর বাস

মনে করা হয় এই গাছে সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাস। তাই বাড়িতে এই গাছ লাগালে সংসারে কখনও অর্থাভাব থাকে না।

ভুলেও এ দিকে লাগাবেন না ক্রিসমাস ট্রি

ফেংশুই মতে বাড়ির দক্ষিণ দিকে ক্রিসমাস ট্রি লাগানো উচিত নয়। কারণ এটি লাভের পরিবর্তে আর্থিক লোকসান ঘটিয়ে থাকে।

আরও দিকে লক্ষ্য রাখবেন

আগেই বলা হয়েছে যে বাড়ির দক্ষিণ দিকে ক্রিসমাস ট্রি লাগাবেন না। কারণ দক্ষিণে রাখা এই গাছ পুরোপুরি শুভ ফল দেয় না। উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম দিক, বাড়ির উঠোন বা লনে এই গাছ লাগানো শুভ। ক্রিসমাস ট্রি যাতে যথাযথ আকারে থাকে, তা সুনিশ্চিত করা জরুরি।

You might also like!