Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

1 week ago

Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী?

Tanya Mittal And Premanand Maharaj
Tanya Mittal And Premanand Maharaj

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিজেদের রাজকীয় জীবনযাত্রার গল্প শুনিয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন নেটপ্রভাবী তান্যা মিত্তল। তাঁর দাবি অনুযায়ী, সবসময় প্রায় দেড়শো দেহরক্ষীর বেষ্টনীতে থাকেন তিনি। এমনকি শখের মিষ্টি খেতে মাঝেমধ্যেই পাড়ি দেন দুবাইয়ে। সম্প্রতি ‘বিগ বস্’-এর অন্দরে নিজের পছন্দের জীবনসঙ্গী নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে তান্যা কি ইতিমধ্যেই তাঁর মনের মানুষের সন্ধান পেয়ে গিয়েছেন?বর্তমানে সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে প্রবল শোরগোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই আলোচিত ব্যক্তিত্ব। যদিও এই খবরের সত্যতা নিয়ে তান্যা নিজে এখনও মুখ খোলেননি।

আধ্যাত্মিক বিষয় নিয়ে সমাজমাধ্যমে কথা বলেন তান্যা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে আশীর্বাদ নিতেই কি সেখানে গিয়েছিলেন তান্যা? সেই প্রশ্নও উঠেছে। সোমবার এমনই একটি পোস্ট ছড়িয়ে যায় সমাজমাধ্যমে। সেখানে পাত্রকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কেউ কেউ মন্তব্য করেন, “তান্যা একজন রাজনীতিবিদকে বিয়ে করছেন।” কেউ আবার লেখেন, “অমাল মলিকের সঙ্গে বিয়ে ঠিক হয়নি তো?” ‘বিগ বস্‌’-এর ঘরে অমালের সঙ্গে তান্যার রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। তবে তান্যা বা তাঁর সহযোগী দলের তরফে কোনও বিবৃতি প্রকাশ হয়নি।

‘বিগ বস্‌’-এর ঘরে সলমন খানের সামনে তান্যা জানিয়েছিলেন, তাঁর বাবা-মা খুব অল্প বয়সে তাঁর বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি তান্যা। তাঁর লক্ষ্য ছিল, কর্মজীবনে মন দেওয়া। তার পর থেকে নিজের একাধিক ব্যবসা শুরু করেন তিনি।

তান্যা আধ্যাত্মিক বিষয়ের নেটপ্রভাবী হিসাবে পরিচিত। তা ছাড়া পোশাক, প্রসাধনী নিয়েও তিনি কনটেন্ট তৈরি করেন। নিজের ব্যবসাও রয়েছে তাঁর। ‘বিগ বস্‌’ থেকে বেরিয়ে তিনি অভিনয়েরও সুযোগ পাচ্ছেন। জানা যাচ্ছে, তান্যার মাসিক আয় ৬ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তান্যা মিত্তল ২ কোটি টাকার মালকিন।

You might also like!