Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Horoscope

2 years ago

Astro Tips: ঝামেলা মিটছে না? নবগ্রহ অশান্ত কোন কোন গাছ লাগালে মুক্তি পাবেন

Astro Tips
Astro Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবগ্রহ শান্ত না হলে জীবন থেকে ঝামেলা কাটে না। কীভাবে নবগ্রহ শান্ত করবেন? বাড়িতে কয়েকটি গাছ লাগিয়ে এই কাজ করা সম্ভব। দেখে নিন কোন কোন গাছ?

১)চন্দ্রের প্রভাবে জীবনে অনেক সময়ে নানা সমস্যা হয়। এই সমস্যা দূর করতে বাড়িতে পলাশগাছ লাগাতে পারেন। বাগানে এই গাছ বসানো সম্ভব। কিংবা বনসাই করে টবেও রাখতে পারেন। 

২) একই রকম ভাবে সূর্যের খারাপ প্রভাবেও জীবন জেরবার হতে পারে। এই সংকট থেকে মুক্তি পেতে বাড়িতে মান্দার বা মাদার গাছ লাগাতে পারেন।  

৩) মঙ্গলের অবস্থান মজবুত না হলে জীবনে নানা সমস্যা হয়, উন্নতির পথে বাধা আসে। এই সমস্যা কাটাতে খয়ের গাছ বসাতে পারেন বাড়িতে। তাতে সমস্যা কমবে। 

৪) বৃহস্পতির ক্ষতিকারক প্রভাবেও জীবনে নানা সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে অশ্বত্থ গাছ লাগাতে পারেন। এটি বনসাই আকারে টবে রাখতে পারেন। 

৫) শনিগ্রহের কুপ্রভাবে জীবনে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে। অশান্তি, অসুস্থতা কিছুতেই কাটে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়ি শমী গাছ লাগাতে পারেন। এতে খুশি হন শনিদেব। কাটে সমস্যা। 


You might also like!