Game

5 hours ago

FA Cup final: নটিংহ্যামকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ম্যানচেস্টার সিটি

Manchester City beats Nottingham Forest 2-0 to reach FA Cup final
Manchester City beats Nottingham Forest 2-0 to reach FA Cup final

 

ম্যানচেস্টার, ২৮ এপ্রিল  : নটিংহ্যামকে হারিয়ে টানা তৃতীয়বার এফ এ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে সিটি নটিংহ্যামকে হারিয়ে। প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে রিকো লুইস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ইয়োশকো ভার্দিওল। ওয়েম্বলিতে আগামী ১৭ মে ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা। শনিবার অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ২০১৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠে প্যালেস। ২০২৩ সালে নিজেদের সপ্তম এফএ কাপ জয়ের পর ২০২৪ সালের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। এবার শিরোপা পুনরুদ্ধারের হাতছানি তাদের সামনে।


You might also like!