Game

1 month ago

Match update:নাইট রাইডার্সের অধিনায়ক পুরান

Knight Riders
Knight Riders

 

কলকাতা, ১৫ আগস্ট : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসর শুরুর আগে নেতৃত্বে বদল হল ত্রিনবাগো নাইট রাইডার্সকাইরন পোলার্ডের জায়গায় নিকোলাস পুরানকে অধিনায়ক করা হয়েছে

২০১৯ সালে ডোয়াইন ব্রাভোর জায়গায় নাইট রাইডার্সের অধিনায়কত্ব পেয়েছিলেন পোলার্ড। এই অলরাউন্ডারের নেতৃত্বে ছয়টি আসরে খেলেছে নাইটরা । ২০২০ আসরে জিতেছে শিরোপা।

৩৮ বছর বয়সী পোলার্ড এখনও নাইট রাইডার্সের অংশ। গত বছর অবসরে যাওয়া ব্রাভোকে সম্প্রতি প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি

২০২২ আসর থেকে নাইট রাইডার্সের হয়ে খেলছেন পুরান। নতুন দায়িত্ব পেয়ে গর্বিত ২৯ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানসিপিএলে এখনও পর্যন্ত ১১৪ ম্যাচে ১৫২.২৭ স্ট্রাইক রেটে ২ হাজার ৪৪৭ রান করেছেন পুরান।

শুক্রবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসঅ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের সিপিএল

নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী রবিবার, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে

You might also like!