লন্ডন, ৪ জুলাই : ওভাল টেস্ট জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। চতুর্থ দিনেই হয়ে যেত মীমাংসা। শেষ পর্যন্ত বাধ সাধলো বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচ গড়াল শেষ দিনে। আর শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। হাতে রয়েছে ৪ উইকেট। ইংল্যান্ড এই ম্যাচ জিততে পারলে ইতিহাসের পাতায় নাম লিখবে। দ্য ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ২৬০ রানের। সেটাও ইংল্যান্ড করেছিল আজ থেকে ১২৩ বছর আগে। সোমবার (৪ আগস্ট) ৩৭৪ রানের লক্ষ্য ছুঁতে পারলে রেকর্ডের পাতায় আবারও নাম লেখাবে ইংল্যান্ডl তবে ইংল্যান্ডের বিপদ যে নেই তাও বলা যাবে না l যদি শেষ দিনে আহত ওকস না খেলেন তাহলে কিছুটা শঙ্কা থাকছে ইংল্যান্ডের। ওভালে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৯ রান। ক্রিজে জেমি স্মিথ ২ এবং জেমি ওভারটন অপরাজিত আছেন শূন্য রানে।
ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জো রুট এবং হ্যারি ব্রুক। এই দুইজন যখন ক্রিজে ছিলেন, তখন মনে হচ্ছিল খুব সহজেই ভারতকে হারাবে ইংল্যান্ড। এই দুই ব্যাটার মিলে গড়েন ১৯৫ রানের জুটি। যেখানে ব্রুক ১১১ এবং রুট আউট হন ১০৫ রানে। এদিকে অসাধারণ এক কীর্তি গড়েছেন রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৯তম ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। দিনের শেষ উইকেটটি ছিল রুটের। তার আগে ৫ রান করে আউট হয়েছেন বেথেল। ম্যাচের শেষ দিন সোমবার। শেষ দিনে কী ভারত নাটকীয়ভাবে জয় পাবে, নাকি স্বাগতিকরা সহজেই জিতে সিরিজ নিজেদের করে নেবে। তার উত্তর জানতে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। ভারতীয় দলের সবচেয়ে সফল বোলার প্রসিদ্ধ কৃষ্ণ(৩) ও মোহাম্মদ সিরাজ (২)।