Game

14 hours ago

Australia:অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি ডেভিডের, নিশ্চিত সিরিজ

Tim David fastest  century
Tim David fastest century

 

সেন্ট কিটস, ২৬ জুলাই: অস্ট্রেলিয়ার হয়ে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড করলেন ডেভিড। আর তাঁর রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকেউইকেটে হারিয়ে অজিরা দুই ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত করল সিরিজ। সেন্ট কিটসে শুক্রবার (২৫ জুলাই) সিরিজের তৃতীয় টি-২০ তে প্রথমে ব্যাট করে ২১৫ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে ৩৭ বলে ডেভিডের অপরাজিত সেঞ্চুরিতে ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ৮.৫ ওভারে ৮৭ রান তুলতে ৪ উইকেট হারায় অজিরা। মিচেল মার্শ ২২, গ্লেন ম্যাক্সওয়েল ২০, জশ ইংলিস ১৫ আর ক্যামেরুন গ্রিন ১১ রানে আউট হন। এরপর পঞ্চম উইকেট রেকর্ডগড়া জুটিতে জয় নিশ্চিত করেন ডেভিড ও মিচেল ওয়েন। দুজনের জুটিতে আসে ১২৮ রান। অজিদের টি-২০ ইতিহাসে পঞ্চম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে মিচেল মার্শের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ রানের জুটিতেও ছিলেন ডেভিড। ডেভিড ৩৭ বলে ১১ ছক্কা ও ৬ চারে টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটি হাঁকান। এর আগে অজিদের হয়ে দ্রুততম সেঞ্চুরিটি ছিল জশ ইংলিসের ৪৩ বলে। আর ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৩৬ রানে অপরাজিত থাকেন ওয়েনক্যারিবীয়দের হয়ে ৩৯ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রোমারিও শেফার্ড

এর আগে ক্যারিবীয়দের হয়ে শাই হোপ ক্যারিয়ারের ৪৬তম আন্তর্জাতিক টি-২০ তে প্রথম সেঞ্চুরির দেখা পান। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৩৬ বলে ৬ ছক্কা ও ৩ চারের মারে ৬২ রানের ইনিংস খেলেছেন ব্রান্ডন কিং। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ৩ ও ৮ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। টানা তৃতীয় ম্যাচ হেরে সিরিজও হারালো তাঁরা।

You might also like!