Festival and celebrations

2 years ago

Durga Puja Fashion: পুজোর সাজে শিফন শাড়িতে ধরা দিলেন পাওলি!

Paoli Dam (File Picture)
Paoli Dam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেলিব্রেটি পার্টি থেকে নানান অনুষ্ঠানে শাড়িতেই বাজিমাত করেন পাওলি দাম। তাই এর থেকে বোঝাই যায় তাঁর কাছে রয়েছে শাড়ির এক অনবদ্য কালেকশন। তবে এবার পুজোর জন্য এক অন্যবদ্য শিফন শাড়ির কালেকশনে ধরা দিলেন পাওলি। 

পুজোর লুকে পাওলি দামকে দেখা গেল গোলাপি-আকাশি রঙের শিফন শাড়িতে। স্লিভলেস ব্লাউজ। আর স্লিক লুককে আরও যথোপযুক্ত করে তুলতে গয়নাও পরেছেন হালকা। পেয়ার আপ করেছেন মুক্তোর মালা। রেট্রো ফ্যাশনের মতো দুপাশে খোপা বেঁধেছেন। তবে হ্যাঁ, শুধু সাজপোশাকেই পাওলির এই লুক বাজিমাত করেনি, পাশাপাশি নজর কাড়ল ‘ফ্যাশনিস্তা’ নায়িকার মুক্তো ঝরা হাসিও।

You might also like!