দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড় ধরনের সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সোমবার তেলেঙ্গানার এনএইচ-৪৪এ-তে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, শুধু বিজয় একাই নন, গাড়িতে তাঁর পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। এই খবর সামনে আসতেই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগী মহল।
জানা গেছে, তেলেঙ্গানার এনএইচ-৪৪এ-তে বিজয় দেবরাকোন্ডার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির। পরিবারসহ পুট্টাপার্থী থেকে ফিরছিলেন বিজয়, তখনই গাদওয়ালের কাছাকাছি ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিজয়ের গাড়িটি ভয়ঙ্করভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। যদিও গাড়ির অবস্থা বেশ খারাপ, তবে সৌভাগ্যবশত বিজয় ও তাঁর পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। ভক্তদের উদ্বেগ কমাতে, অভিনেতা নিজেই এই আশ্বাস দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা—তবুও বলিপাড়ায় তাঁদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চর্চার বিষয়। সূত্রের খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। প্রেমের মাসেই তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও, নির্দিষ্ট দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে এই বিশেষ অনুষ্ঠানটিও যেন একেবারে ব্যক্তিগতভাবে, গোপনেই সারতে চান তাঁরা—তা স্পষ্ট।
এর মাঝেই আংটিবদলের খবর ও বিয়ের গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর ঠিক এমন একসময়েই বিজয়ের সড়ক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। তবে পরে জানা যায়, তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন। এই আশ্বাসের পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ভক্তরা।
All is well ❤️
— Vijay Deverakonda (@TheDeverakonda) October 6, 2025
Car took a hit, but we are all fine. Went and did a strength workout as well and just got back home.
My head hurts but nothing a biryani and sleep will not fix. So biggest hugs and my love to all of you. Don’t let the news stress you 🤗❤️