Entertainment

2 months ago

Narendra Modi-Heeraben Modi: হীরাবেন মোদির জীবনী এবার বড় পর্দায়,অভিনয়ে রবীনা ট্যান্ডন!

Prime Minister Narendra Modi-Heeraben Modi
Prime Minister Narendra Modi-Heeraben Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২২ সালে মাকে হারিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গভীর শোকের মাঝেও তিনি অবিচল থেকেছেন দায়িত্বপালনে। নিজের মাকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রেরণা হিসেবে বহুবার উল্লেখ করেছেন তিনি। এবার সেই হীরাবেন মোদির জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিক। গত ১৭ সেপ্টেম্বর—প্রধানমন্ত্রীর জন্মদিনেই—ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। তবে তাঁর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ছিল সবার তীব্র আগ্রহ।

বলিপাড়ায় জোর গুঞ্জন, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন। ক্রান্তি কুমার চন্দ্র পরিচালিত এই ছবির নাম ‘মা বন্দে’। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, হীরাবেন মোদির বায়োপিকে অভিনয়ের সুযোগ পাওয়ায় রবীনা গভীরভাবে আনন্দিত ও আবেগাপ্লুত। চরিত্রটি তাঁকে এতটাই স্পর্শ করেছে যে হীরাবেনের অনুপ্রেরণামূলক জীবনীশক্তি তাঁকে মুগ্ধ করেছে। তাই এমন একটি ভূমিকা পাওয়ার সুযোগ তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি।

একই সঙ্গে ছবিতে ফুটে উঠবে মা ও ছেলের অটুট সম্পর্কের সূক্ষ্ম বাঁধন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের গভীর স্নেহের বন্ধন এই ছবিতেও স্পষ্টভাবে প্রকাশ পাবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বন করেই নির্মিত হবে এটি, যেখানে তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বড় হয়ে ওঠার জার্নি। সঙ্গে থাকবে মা হীরাবেন মোদির অনুপ্রেরণা ও শক্তি, যা তাঁর যাত্রাপথে অবিচ্ছেদ্য ভূমিকা রাখে। এক কথায়, ছবিটি মা ও ছেলের সম্পর্ককেই কেন্দ্র করে চলবে। প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দন। ছবিতে থাকবে ভিএফএক্সের ব্যবহার। পাশাপাশি, এত চ্যালেঞ্জিং চরিত্রের জন্য রবীনা নিজেকেও পুরোপুরি রূপান্তরিত করতে চলেছেন।


You might also like!