নয়াদিল্লি, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগাম জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। মল্লিকার্জুন খাড়গে টুইট করে জানিয়েছেন, "গত রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে পহেলগামে ঘৃণ্য হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি। এই জঘন্য সন্ত্রাসী হামলার অপরাধীরা যেন শাস্তির বাইরে না থাকে। নির্দোষ ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পেতে হবে।"
মল্লিকার্জুন খাড়গে আরও লিখেছেন, "প্রতিকূলতার প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। সীমান্ত পার হয়ে এই সন্ত্রাসী হামলার যথাযথ ও দৃঢ় জবাব দেওয়া উচিত। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে ভারত সরকারকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে হবে।"