Country

1 week ago

PM Modi Mann Ki Baat: ২৭শে এপ্রিল মন কি বাত-এর ১২১–তম পর্ব, নিজের চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী

PM Modi's Mann Ki Baat
PM Modi's Mann Ki Baat

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ এপ্রিল রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাত-এর ১২১–তম পর্ব। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে মন কি বাত অনুষ্ঠান শোনা যাবে। উল্লেখ্য, এর আগে ৩০ মার্চ, বেলা ১১টায় দেশজুড়ে সম্প্রচারিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। সেটি ছিল এই অনুষ্ঠানের ১২০তম পর্ব।

You might also like!