Country

5 days ago

Pahalgam Terror Attack: বিদেশ থেকেও এল শোকবার্তা, পহেলগাম হামলায় ভারতের পাশে বিভিন্ন দেশ

Pahalgam Terror Attack
Pahalgam Terror Attack

 

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারতকে। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।

আমেরিকা : জম্মু ও কাশ্মীরের পহেলগামে "ইসলামপন্থী সন্ত্রাসী হামলায়" নিহতদের প্রতি সমবেদনা জানাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, ভারত এই "কাপুরুষোচিত এবং জঘন্য সন্ত্রাসী হামলার" অপরাধী এবং সমর্থকদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।

জার্মানি : জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ 'এক্স'-এ পোস্ট করেছেন: "আমরা পহেলগামে পর্যটকদের ওপর জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।"

ইজরায়েল : ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে রয়েছে।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ 'এক্স'-এ পোস্ট করেছেন: "জম্মু ও কাশ্মীরে নিরীহ নাগরিকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। এই হিংসার কোনও যৌক্তিকতা নেই এবং অস্ট্রেলিয়া এর নিন্দা করে।"

ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার 'এক্স'-এ পোস্ট করেছেন: "কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা অত্যন্ত বিধ্বংসী। আমার সমবেদনা ক্ষতিগ্রস্তদের, তাদের প্রিয়জনদের এবং ভারতের জনগণের সঙ্গে।"

নেপাল : নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি টুইট করেছেন, "নেপাল ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং যে কোনও এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।"

You might also like!