Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

4 days ago

Government Welfare Update:সুফল পাবে জনগণ, ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি নীতীশের

125 units free power Bihar
125 units free power Bihar

 

পাটনা, ১৭ জুলাই : ভোটমুখী বিহারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার নীতীশ কুমার এক্স মাধ্যমে জানিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১ আগস্ট (২০২৫) থেকে, অর্থাৎ জুলাই মাসের বিল থেকেই, রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না।

নীতীশ দাবি করেছেন, "আমরা শুরু থেকেই সবাইকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১ আগস্ট, ২০২৫ থেকে, অর্থাৎ জুলাই মাসের বিল থেকে, রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য অর্থ প্রদান করতে হবে না। এর ফলে রাজ্যের মোট ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন বছরে, এই সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের সম্মতি নিয়ে তাদের বাড়ির ছাদে অথবা কাছাকাছি কোনও পাবলিক প্লেসে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উপকৃত করা হবে।"

নীতীশ কুমার আরও জানিয়েছেন, "কুটির জ্যোতি যোজনার আওতায়, রাজ্য সরকার অত্যন্ত দরিদ্র পরিবারের জন্য সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্পূর্ণ খরচ বহন করবে এবং অবশিষ্ট অর্থের জন্য পর্যাপ্ত সহায়তাও প্রদান করবে। এর ফলে, গার্হস্থ্য গ্রাহকদের এখন ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও খরচ করতে হবে না এবং একটি অনুমান অনুসারে, আগামী তিন বছরে রাজ্যে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি পাওয়া যাবে।"


You might also like!