জম্মু, ২১ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের রামবানে জোরকদমে চলছে উদ্ধারকাজ, তবুও এখনও জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। অগত্যা দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের গন্তব্যে পৌঁছলেন বহু মানুষ। সোমবার সকাল থেকেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সংস্কারের কাজ চলছে, গতকালের অবিরাম বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ভূমিধসের পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জাতীয় সড়ক। কোথাও মাটির নীচে মিশে গিয়েছে গাড়ি, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে।
রামবানে ভূমিধসের কারণে জাতীয় সড়ক ৪৪ বন্ধ থাকায়, উধমপুরে এদিন অসংখ্য যানবাহন আটকে পড়ে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ভূমিধসের কারণে বন্ধ থাকায় এদিন সকালে পায়ে হেঁটেই নিজের বিয়েতে পৌঁছন বর ও তাঁর পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, "কিছু এলাকায়, বিশেষ করে জাতীয় মহাসড়কের কাছে অবস্থা খুবই খারাপ। উপ-মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে এবং রামবান ও বানিহালের বিধায়করা সেখানে উপস্থিত আছেন। মহাসড়কের সংস্কার কাজ চলছে। আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলেছি; এনডিআরএফও পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং অন্যান্য ত্রাণ তহবিলও ব্যবহার করা হবে যাতে মানুষ তাদের ক্ষতির ক্ষতিপূরণ পেতে পারে।"