Country

3 hours ago

Ramban Accident: রামবানে একাধিক বাসের সংঘর্ষ, ৩৬ জন অমরনাথ পুণ্যার্থী আহত

Ramban Accident
Ramban Accident

 

শ্রীনগর, ৫ জুলাই : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দুর্ঘটনার কবলে পড়ল অমরনাথ তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া তিনটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন। শনিবার সকালে রামবান জেলার চান্দেরকোটে তিনটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। রামবানের ডেপুটি কমিশনার (ডিইও) জানিয়েছে, পহেলগাম কনভয়ের শেষ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চান্দেরকোট ল্যাঙ্গার সাইটে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলিকে ধাক্কা দেয়, যার ফলে ৪টি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৬ জন যাত্রী সামান্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ডিএইচ রামবানে স্থানান্তরিত করা হয়েছে।

জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (রামবান) সুদর্শন সিং কাটোচ বলেছেন, “সামান্য আহত/আঘাতপ্রাপ্ত ৩৬ জন তীর্থযাত্রীকে জেলা হাসপাতালে রামবানে আনা হয়েছে।” জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ মোহাম্মদ রফি বলেছেন, "অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা মোট ৩৬ জন আহত রোগীকে নিয়ে এসেছি। সকল রোগীর এখানে চিকিৎসা করা হয়েছে, আমরা কাউকে অন্য কোনও হাসপাতালে রেফার করিনি। ১০ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী ১ ঘণ্টার মধ্যে, প্রায় সকল রোগীকে ছেড়ে দেওয়া হবে।"

রামবানের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিয়াস খান বলেন, "চান্দেরকোট ল্যাঙ্গার সাইটের কাছে একটি বাস ব্রেক লাগাতে না পারায় এটি আরও চারটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মোট ৩৬ জন তীর্থযাত্রী সামান্য আহত হয়েছেন। রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য বিকল্প যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।"

You might also like!