Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Country

6 days ago

Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ?

Shubhangshura in California
Shubhangshura in California

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর ৩টে ১ মিনিটে পৃথিবীতে ফিরবেন নভশ্চর শুভাংশু শুক্লেরা। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। এই চার মহাকাশচারীর অবতরণ হবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে। উল্লেখযোগ্যভাবে, তাঁরা যাত্রা শুরু করেছিলেন দেশের আর এক প্রান্ত, ফ্লোরিডা থেকে—গত ২৫ জুন, স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চেপে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। অবতরণের স্থান হিসেবে ফ্লোরিডা নয়, ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তে যেমন রয়েছে কৌশলগত পরিকল্পনা, তেমনই রয়েছে আবহাওয়াগত বাস্তবতা—দুটোর মধ্যে দূরত্ব প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার।

এর আগে মহাকাশচারী সুনীতা উইলিয়াম্‌স ও বুচ উইলমোর নেমেছিলেন ফ্লরি়ডাতেই। প্যারাশ্যুটে ভাসতে ভাসতে ফ্লরিডার উপকূলের অদূরে অতলান্তিক মহাসাগরে নেমেছিল তাঁদের যান। কিন্তু শুভাংশুরা নামছেন প্রশান্ত মহাসাগরের সান দিয়াগো উপকূলে। কেন শুভাংশুদের বেলায় অবতরণের জন্য ক্যালিফর্নিয়ার ওই বিশেষ উপকূলকে বেছে নিল নাসা? বিশেষজ্ঞেরা বলছেন, এর নেপথ্যে অন্যতম কারণ আবহাওয়া। গত বেশ কয়েক দিন ধরে ফ্লরিডার আবহাওয়া খারাপ। টানা বৃষ্টি চলছে। আর সে কারণেই দৃশ্যমানতাও কম। শুভাংশুরা যে সময় অবতরণ করবেন, আমেরিকায় তখন রাত। ফলে দৃশ্যমানতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। দ্বিতীয়ত, মহাকাশযানের ‘স্প্ল্যাশডাউন’-এর জন্য শান্ত সমুদ্র প্রয়োজন। অথচ ফ্লরিডায় খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে অবতরণ করলে ক্যাপসুলটি উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েই যেত। অগত্যা ঝুঁকি না নিয়ে ফ্লরি়ডা থেকে ৩,৬০০ কিলোমিটার দূরে ক্যালিফর্নিয়ার সান দিয়াগো উপকূলকেই শুভাংশুদের অবতরণের জন্য বেছে নিয়েছে নাসা।

১৮ দিন মহাকাশে কাটানোর পর সোমবার শুভাংশুদের ফিরতি যাত্রা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের একটু পরে বিকেল ৪টে ৪৫ মিনিটে (ভারতীয় সময়) মহাকাশকেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। শুরু হয় পৃথিবীর দিকে ফিরতি যাত্রা। ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলবার বেলা ৩টে নাগাদ ফিরছেন চার নভশ্চর। তবে সেখানেই শেষ নয়! বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ফেরার পরেও দীর্ঘ প্রক্রিয়া অপেক্ষা করে রয়েছে শুভাংশুদের জন্য। প্রথমেই নভশ্চরদের বেশ কয়েক দফা মেডিক্যাল পরীক্ষা করা হবে। এত দিন মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর পৃথিবীতে ফিরে মানিয়ে নিতে অসুবিধা হয়। সে জন্য আগামী সাত দিন বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে চার নভশ্চরকে।


You might also like!