Country

5 days ago

JD Vance Agra Visit: সপরিবারে তাজনগরীতে ভান্স, ঘুরে দেখলেন আগ্রার তাজমহল

US VP Vance and his family visits Taj Mahal
US VP Vance and his family visits Taj Mahal

 

আগ্রা, ২৩ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর রাজস্থানের জয়পুর সপরিবারে ঘুরে নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আর বুধবার তিনি এলেন তাজনগরী আগ্রায়, ঘুরে দেখলেন তাজমহল। তিন সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বুধবার আগ্রায় এসে পৌঁছন ভান্স, তাঁকে স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তাঁর স্ত্রী ঊষা ভান্স এবং তাঁদের সন্তানদের নিয়ে আগ্রার তাজমহল পরিদর্শন করেন। এর আগে, বুধবার সকালে তিনি জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হন। আগ্রায় পৌঁছানোর পর ভান্সকে স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

You might also like!