Country

2 hours ago

CP Radhakrishnan:উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মুখ সিপি রাধাকৃষ্ণণ, জেনে নিন ১০ তথ্য

CP Radhakrishnan biography
CP Radhakrishnan biography

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রবিবার সন্ধ্যায় তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সভাপতি জেপি নাড্ডা। তিনি জানান, “আমাদের ইচ্ছে পরবর্তী উপরাষ্ট্রপতি যেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এ বিষয়ে আমরা বিরোধী নেতাদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করেছি।”


সিপি রাধাকৃষ্ণণ সম্পর্কে ১০টি তথ্য:

* তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী সিপি রাধাকৃষ্ণণ গত বছরের জুলাই মাস থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

* ৬৮ বছর বয়সী রাধাকৃষ্ণণ এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন।

* ২০২৩ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার প্রথম চার মাসের মধ্যে, শ্রী রাধাকৃষ্ণণ রাজ্যের ২৪টি জেলায় ভ্রমণ করেছিলেন এবং নাগরিক ও জেলা আধিকারিকদের সঙ্গে মতামত বিনিময় করেছিলেন।

* সিপি রাধাকৃষ্ণণ বিজেপির একজন প্রবীণ নেতা, দু'বার কোয়েম্বাটুর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন।

* তামিলনাড়ু বিজেপির প্রধান হিসেবে ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে, রাধাকৃষ্ণণ ১৯,০০০ কিলোমিটার দীর্ঘ 'রথযাত্রা' পরিচালনা করেছিলেন এই 'রথযাত্রা' ৯৩ দিন ধরে চলেছিল। ভারতের সমস্ত নদীকে সংযুক্ত করার, সন্ত্রাসবাদ নির্মূল করার, অভিন্ন দেওয়ানি আইন বাস্তবায়ণ, অস্পৃশ্যতা দূরীকরণ এবং মাদকদ্রব্য বন্ধের দাবি তুলে ধরার জন্য এই যাত্রার আয়োজন করা হয়েছিল। তিনি বিভিন্ন কারণে আরও দু'টি পদযাত্রার নেতৃত্ব দেন।

* চার দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন, শ্রী সিপি রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর রাজনীতি এবং জনজীবনে একটি সম্মানিত নাম।

* ১৯৫৭ সালে তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ, তিনি কোয়েম্বাটুরের চিদাম্বরম কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

* একজন আগ্রহী ক্রীড়াবিদ, শ্রী রাধাকৃষ্ণণ টেবিল টেনিসে কলেজ চ্যাম্পিয়ন এবং দূরপাল্লার দৌড়বিদ ছিলেন। তিনি ক্রিকেট এবং ভলিবলও উপভোগ করতেন।

* স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২১শে জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে জগদীপ ধনখড় পদত্যাগ করার পর উপরাষ্ট্রপতি পদটি শূন্য হয়ে যায়।

* নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সেই দিনই ভোট গণনা হবে।

You might also like!